চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে মিরসরাই উপজেলার বড়দারোগাহাট এ এম এন ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে অননুমোদিত ভাবে মাটি কাটা, পরিবেশ ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সার্বিক সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ও মিরসরাই থানা। অভিযানে নেতৃত্ব দিয়েছেন মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
প্রশান্ত চক্রবর্তী বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ছাড়পত্র না থাকায় ভূমি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।