দীর্ঘ ২৯ বছর ধরে আত্নগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইব্রাহিম প্রকাশ বাবুল’কে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৭।
রবিবার (৫ জানুয়ারি) বিকালের দিকে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নিশ্চিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম বাবুল হাটহাজারী উপজেলার বারিয়া খোলা এলাকার সিরাজুল হকের পুত্র।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সদস্যরা রবিবার বেলা প্রায় দুইটার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ ২৯ বছর ধরে আত্নগোপনে থাকা হাটহাজারী থানার মামলা নং- ১২(৫)৯৬ ,জিআর-৭০/৯৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. ইব্রাহিম প্রকাশ বাবুল বাবুল’কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।