চট্টগ্রাম 11:31 am, Saturday, 6 September 2025

মিরসরাইয়ে আগুনে পুড়ল মিন্টু মিয়ার ঘর ও গবাদিপশু

মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পশ্চিম অলিনগর গ্রামের মাহাজন পাড়ার মিন্টু মিয়ার ৪ কক্ষ বিশিষ্ট ঘর আগুনে পুড়ে ছাই। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটা নাগাদ আগুনের লিলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তাছাড়া গোয়াল ঘরে থাকা ২টি গরু, গৃহপালিত হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ঘরের মালিক মিন্টু মিয়া।

ক্ষতিগ্রস্ত মিন্টু মিয়া জানান, আমার ভাই মিরু এবং আমার মামাতো ভাই সুমনের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। তিন মাস আগে জোরারগঞ্জ থানায় অভিযোগও দায়ের করি। সামাজিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হয়েছিল। গত কয়েকদিন আগে তারা আমার জায়গায় টিনের বেড়াও দিয়েছিল। তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছিল। আমি নিশ্চিত ভাবে বলতে পারি তারাই আমার ঘরে আগুন লাগিয়েছে।

অভিযোগের বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম জানান, গত ৩ মাস আগে জায়গা সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছিল। পরবর্তীতে তাদেরকে কাগজপত্র নিয়ে আসতে বললে তারা কোন পক্ষ আসে নাই। হুমকি ধামকির বিষয়ে কোন কিছু জানায়নি ঐ অভিযোগের বাদী মিন্টু মিয়া। আগুন লাগার বিষয়ে যদি অভিযোগ দেয় তাহলে তদন্ত পূর্বক আইনানুগ হোক ব্যবস্থা গ্রহণ করব।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, রান্না ঘরে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শুষ্ক মৌসুমে তারা খড়কুটা দিয়ে রান্না বান্না করে। এতে করে রান্না ঘরের চুলার আগুন থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ছাত্রনেতা এয়াছিন শিপনের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা

মিরসরাইয়ে আগুনে পুড়ল মিন্টু মিয়ার ঘর ও গবাদিপশু

Update Time : 12:20:27 am, Wednesday, 8 January 2025

মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পশ্চিম অলিনগর গ্রামের মাহাজন পাড়ার মিন্টু মিয়ার ৪ কক্ষ বিশিষ্ট ঘর আগুনে পুড়ে ছাই। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটা নাগাদ আগুনের লিলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তাছাড়া গোয়াল ঘরে থাকা ২টি গরু, গৃহপালিত হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ঘরের মালিক মিন্টু মিয়া।

ক্ষতিগ্রস্ত মিন্টু মিয়া জানান, আমার ভাই মিরু এবং আমার মামাতো ভাই সুমনের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। তিন মাস আগে জোরারগঞ্জ থানায় অভিযোগও দায়ের করি। সামাজিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হয়েছিল। গত কয়েকদিন আগে তারা আমার জায়গায় টিনের বেড়াও দিয়েছিল। তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছিল। আমি নিশ্চিত ভাবে বলতে পারি তারাই আমার ঘরে আগুন লাগিয়েছে।

অভিযোগের বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম জানান, গত ৩ মাস আগে জায়গা সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছিল। পরবর্তীতে তাদেরকে কাগজপত্র নিয়ে আসতে বললে তারা কোন পক্ষ আসে নাই। হুমকি ধামকির বিষয়ে কোন কিছু জানায়নি ঐ অভিযোগের বাদী মিন্টু মিয়া। আগুন লাগার বিষয়ে যদি অভিযোগ দেয় তাহলে তদন্ত পূর্বক আইনানুগ হোক ব্যবস্থা গ্রহণ করব।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, রান্না ঘরে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শুষ্ক মৌসুমে তারা খড়কুটা দিয়ে রান্না বান্না করে। এতে করে রান্না ঘরের চুলার আগুন থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।