চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযানে চোরাই তিন ড্রাম ডিজেল এবং একটি পিকআপসহ চোর চক্রের একজন আসামীকে হাতেনাতে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১টায় জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অভিযানে চোরাই ডিজেল বোঝাই করার সময় ৫৪০ লিটার ডিজেল (যার বাজারমূল্য আনুমানিক ৫৬,১৬০ টাকা) ও একটি পিকাআপ গাড়ি জব্দ করা হয়। অভিযানে উপজেলার পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৩) আটক করা হয়। তবে ঘটনাস্থল থেকে আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, রাশেদুল ইসলাম নামের চোরাই ডিজেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১টি পিকআপ গাড়ি ও ৫৪০ লিটার ডিজেল জব্দ করা হয়। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। রাতে পুলিশের টিম কাজ করতেছে। তেল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।