হাটহাজারীর ‘মা জে অ্যান্ড জেড গার্মেন্টস’ কারখানার ট্রাক আটকে তার চালক কামাল হোসেন কে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বুধবার (২২ জানুয়ারী) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ধোপপুল এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক অবরোধের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুপাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
ওই কারখানার বিপণন কর্মকর্তা শোয়েব চৌধুরী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কিছু সন্ত্রাসী গত ৫ আগস্টের পর থেকে কারখানার ঝুট ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিতে কারখানা কর্তৃপক্ষকে চাপ দিয়ে আসছিলেন। তাঁরাই আজ ঝুট বোঝাই ট্রাকের চালক কামাল হোসেন কে তুলে নিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর পুলিশ ওই ট্রাকচালককে উদ্ধার করলে বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানায় ফিরে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ উদ্দিন বুধবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে জানান, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওই কারখানার ট্রাক চালককে কে বা কারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে ওই চালক ফিরে এলে অবরোধকারী শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলা করলে ট্রাক আটকিয়ে কারা ওই চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিলো তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মো.আলাউদ্দীন, হাটহাজারী 


















