হাটহাজারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির আলোকে চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্টেশন ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জরুল ইসলামের সঞ্চালনায় লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াকিল আহমদ, এতে প্রধান বক্তা ছিলেন জিয়াউদ্দিন কাদের, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের আহবায়ক মো. খোরশেদুল আলম।
এসময় বক্তব্য রাখেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ম আহবায় এয়ার মোহাম্মদ আবু, রাসেল করিম, আলাউদ্দিন তানভীর, মোহাম্মদ ইসমাঈল, এনামুল হক, এজলাস,আবদুল হামিদ। উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চান্দগাও থানার আহবায়ক মিজানুর রহমান ফাহিম, রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আবদুল আলিম,সহ-সভাপতি নাজিমুল করিম পেয়ারু, রাউজান উপজেলা সভাপতি মাহাবুব আলম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলার সিনিয়র সহসভাপতি সাহাবুদ্দিন, রাঙ্গুনিয়া সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, রাউজান উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়ার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর সহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 



















