চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে ভিডিপি সদস্যদের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণার্থী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সনদ বিতরণ করা হয়। গত ১৯ জানুয়ারি অস্ত্রবিহীন এই প্রশিক্ষণ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ পত্র ও বক্তব্য প্রদান করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার পাল এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মুঃ আক্তারুজ্জামান সুজন,রফিকুল ইসলাম আনসার ভিডিপি কমান্ডার, রফিকুল ইসলাম, প্রশিক্ষক আনসারেে ব্যাটলিয়ন সদস্য সৌরব,
১০দিন ব্যাপি প্রশিক্ষণের অংশ হিসেবে অগ্নি নিয়ন্ত্রণ বিষয়ক সহ বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে ৪৩ জন পুরুষ মহিলা কে প্রশিক্ষনার্থী সনদ বিতরণ করা হয়।