চট্টগ্রাম 3:27 pm, Thursday, 21 August 2025

ভয়াবহ অগ্নিকান্ডে হাটহাজারীতে হোটেল পুড়ে ছাই ; আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

হাটহাজারী পৌরসভার বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ‘আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামক একটি প্রতিষ্ঠান পুড়ে হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) ভোর রাত সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে ওই পৌরসভার বাস স্টেশনস্থ ‘ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত ‘আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট নামক প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দুটি ইউনিট চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় মার্কেটের আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ফাযার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই প্রতিষ্ঠানের সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী ও নগদ ৪/৫ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

এঘটনায় ওই মার্কেটের ৪র্থ তলা থেকে মো.মমিন (৩০) নামক এক হোটেল কর্চারীকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মো.কামাল উদ্দিন ও মো.হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে এ প্রতিবেদককে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

জানতে চাইলে হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ইনতেফা কোম্পানির উদ্যোগে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত 

ভয়াবহ অগ্নিকান্ডে হাটহাজারীতে হোটেল পুড়ে ছাই ; আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

Update Time : 08:54:55 pm, Thursday, 30 January 2025

হাটহাজারী পৌরসভার বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ‘আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামক একটি প্রতিষ্ঠান পুড়ে হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) ভোর রাত সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে ওই পৌরসভার বাস স্টেশনস্থ ‘ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত ‘আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট নামক প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দুটি ইউনিট চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় মার্কেটের আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ফাযার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই প্রতিষ্ঠানের সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী ও নগদ ৪/৫ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

এঘটনায় ওই মার্কেটের ৪র্থ তলা থেকে মো.মমিন (৩০) নামক এক হোটেল কর্চারীকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মো.কামাল উদ্দিন ও মো.হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে এ প্রতিবেদককে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

জানতে চাইলে হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।