সন্দ্বীপ উপজেলার ১৭ নং মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ৮ ফেব্রয়ারি রাত ৩.৫০ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯ থেকে ফোন পেয়ে সন্দ্বীপ থানার এস আই জয়নুল ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ষ্টেশন কে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৩.৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ আরাম্ব করে ভোর ৫.১০ মিনিটে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে সৈকত জুয়েলার্স ও জসিম ফল বিতান এর দোকানে সম্পন্ন ক্ষতিগ্রস্ত হয়। জসিম ফল বিতানের মালিক সাইফুল ইসলাম বলেন আমি আজ মালামালের টাকা পাঠানোর কথা ছিল নগদ এক লক্ষ ষাট হাজার টাকা পুড়ে যায়। এবং দোকানের ফল ও ফ্রিজ সহ সব আসবাব পত্র ছাই হয়ে যায়। এবং আমার ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় সৈকত জুয়েলার্সের মালিক দোকানে ছিলেন না। এবং তার বক্তব্য পাওয়া যায় নি।
সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মইন উদ্দিন জানান রাত ৩.৫০ এ এস আই জয়নুলের ফোনে আমরা অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তাতে ৬০ হাজার টাকার ক্ষতি ও ১ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি।