বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুভাষিক উৎসব ফেব্রুয়ারী ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি রাঙামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপনায় এবং রাঙামাটি জেলা পরিষদের সহযোগীতায় “স্বপ্নের বয়ান” নাট্য প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধায় রাঙামাটি জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে নাট্য নির্দেশক পীযূষ সিকদার এর প্রণোদনা ও নির্দেশনায় এবং নাট্য প্রশিক্ষক মোঃ সোহেল রানা এর সহকারি নির্দেশনায় এই নাট্য প্রদর্শিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাজিয়া। উক্ত নাট্য প্রর্দশনীতে অংশ নিয়েছে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের সদস্যরা।