সন্দ্বীপ সোসাইটি যুক্তরাষ্ট্রের উপদেষ্টা ও হাজী আবদুল্ল্যাহ তৈয়বুর নুর দারুস সালাম ক্যাটেড মাদ্রাসার প্রতিষ্ঠাতা বকতিয়ার উদ্দিন রানার পৃষ্ঠপোষকতায়সন্দ্বীপে মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যেগে সমাজের অসহায় গরীব ও মধ্যবিত্ত ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২৫ সকাল ১০ টায় গুপ্তছড়া বাজারে সংগঠনের কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ হানিফ, মাস্টার মাইনউদ্দীন, সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, যুগ্ম সম্পাদক মাস্টার মোঃ মোস্তফা, প্রচার সম্পাদক সাংবাদিক ইলিয়াছ সুমন, অর্থ সম্পাদক আবদুর রহিম সওদাগর, দপ্তর সম্পাদক মাস্টার মাহবুবুল আলম, সমাজসেবা সম্পাদক ডাক্তার জামশেদ, ও সাংবাদিক ইলিয়াস কামাল বাবু প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০ কেজি, সয়াবিন ২ কেজি, আলু ২ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর ১ কেজি, চিনি ১ কেজি, পেয়াজ ২ কেজি।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 















