চট্টগ্রাম 7:41 pm, Thursday, 17 July 2025

ওমরা হজ্ব শেষে দেশে ফেরার পথে হাটহাজারীর প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু

পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফেরার পথে মো.নুরুল আলম প্রকাশ নুরু (৬২) নামের এক ব্যক্তির সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মৃত্যু হয়েছে। তিনি হাটহাজারী পৌরসভার বাস-স্টেশনস্থ রাজীব স্টুডিওর স্বত্বাধিকারী ও পৌরসভার প্রবীণ ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে এ প্রতিবেদক কে নিহতের পুত্র তারেক নাছির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে

বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে দুবাইয়ের শারজাহ আল কুয়েতি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত নুরুল আলম নুরু পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র।

নিহতের পুত্র দু্বাই প্রবাসী হাসান মুঠোফোনে এ প্রতিবেদক কে বলেন, চলতি মাসের গত ১২ ফেব্রুয়ারী আমার বাবা পবিত্র ওমরা হজ্ব করার উদ্দেশ্যে সৌদিতে রওনা হন। সেখানে ওমরা হজ্ব পালন শেষে গত ২৬ ফেব্রুয়ারী বুধবার এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট যোগে দুবাইয়ের সারজা এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে পুনরায় দেশে ফেরার কথা ছিলো। কিন্তু দুবাই ল্যান্ড করার পূর্বে বিমানে তিনি হঠাৎ অসুস্থবোধ করলে বিমান ল্যান্ড করার পর এয়ারপোর্ট কতৃপক্ষ তিনাকে দ্রুত শারজাহ আল কুয়েতি হসপিটালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে নটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে নিহতের লাশ ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত লাশ দেশে পাঠানো হবে বলেও জানান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যা সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে যান।

এদিকে প্রবীণ ব্যবসায়ী নুরুল আলম নুরুর মৃত্যুর খবর দেশে এসে পৌঁছালে পরিবার আত্নীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলা বন্ধে অভিযান, সরিয়ে নিলো সরঞ্জামাদি

ওমরা হজ্ব শেষে দেশে ফেরার পথে হাটহাজারীর প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু

Update Time : 10:53:04 pm, Friday, 28 February 2025

পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফেরার পথে মো.নুরুল আলম প্রকাশ নুরু (৬২) নামের এক ব্যক্তির সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মৃত্যু হয়েছে। তিনি হাটহাজারী পৌরসভার বাস-স্টেশনস্থ রাজীব স্টুডিওর স্বত্বাধিকারী ও পৌরসভার প্রবীণ ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে এ প্রতিবেদক কে নিহতের পুত্র তারেক নাছির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে

বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে দুবাইয়ের শারজাহ আল কুয়েতি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত নুরুল আলম নুরু পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র।

নিহতের পুত্র দু্বাই প্রবাসী হাসান মুঠোফোনে এ প্রতিবেদক কে বলেন, চলতি মাসের গত ১২ ফেব্রুয়ারী আমার বাবা পবিত্র ওমরা হজ্ব করার উদ্দেশ্যে সৌদিতে রওনা হন। সেখানে ওমরা হজ্ব পালন শেষে গত ২৬ ফেব্রুয়ারী বুধবার এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট যোগে দুবাইয়ের সারজা এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে পুনরায় দেশে ফেরার কথা ছিলো। কিন্তু দুবাই ল্যান্ড করার পূর্বে বিমানে তিনি হঠাৎ অসুস্থবোধ করলে বিমান ল্যান্ড করার পর এয়ারপোর্ট কতৃপক্ষ তিনাকে দ্রুত শারজাহ আল কুয়েতি হসপিটালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে নটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে নিহতের লাশ ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত লাশ দেশে পাঠানো হবে বলেও জানান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যা সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে যান।

এদিকে প্রবীণ ব্যবসায়ী নুরুল আলম নুরুর মৃত্যুর খবর দেশে এসে পৌঁছালে পরিবার আত্নীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।