চট্টগ্রাম 7:21 pm, Thursday, 17 July 2025

মিরসরাইয়ে সপ্তম পুনর্মিলনীতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছে দেড় হাজার স্বেচ্ছাসেবী

‘সেবায় সাম্যে একমঞ্চে’ এই স্লোগানে সৃষ্টি হওয়া মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম স্বেচ্ছাসেবী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালি সমুদ্র সৈকতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলার অন্তত ১০২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবক এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আনন্দ আড্ডা, প্রীতিভোজ, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান ও রেফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা ও উপজেলার সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা দিনভর অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠক মঈনুল হোসেন টিপু ও মাকসুদ আলম শাহীন। অনুষ্ঠানে স্মরণ ও শোক জ্ঞাপন করা হয় সংগঠনের প্রয়াত সংগঠক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলকে।

জানতে চাইলে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম স্বেচ্ছাসেবক পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, এবারের স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে মিরসরাই উপজেলার ১০২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছে। প্রতিবছর উপজেলার সকল স্বেচ্ছাসেবীকে একসাথে করতে স্বেচ্ছাসেবী পুনর্মিলনীর আয়োজন করি আমরা। উৎসবমুখর এই অনুষ্ঠানে সকল স্বেচ্ছাসেবীদের সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের সুধীজনদের আমন্ত্রণ জানানো হয়। নবীন প্রবীণ সকল স্বেচ্ছাসেবক মিলে এবারের স্বেচ্ছাসেবী সম্মিলনের দিনটিও দারুণ আনন্দমুখর হয়ে ওঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সন্দ্বীপে নবাগত ইউএনও মংচিংনু মারমাকে অফিসার্স ক্লাবের বরণ

মিরসরাইয়ে সপ্তম পুনর্মিলনীতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছে দেড় হাজার স্বেচ্ছাসেবী

Update Time : 11:03:39 pm, Friday, 28 February 2025

‘সেবায় সাম্যে একমঞ্চে’ এই স্লোগানে সৃষ্টি হওয়া মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম স্বেচ্ছাসেবী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালি সমুদ্র সৈকতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলার অন্তত ১০২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবক এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আনন্দ আড্ডা, প্রীতিভোজ, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান ও রেফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা ও উপজেলার সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা দিনভর অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠক মঈনুল হোসেন টিপু ও মাকসুদ আলম শাহীন। অনুষ্ঠানে স্মরণ ও শোক জ্ঞাপন করা হয় সংগঠনের প্রয়াত সংগঠক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলকে।

জানতে চাইলে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম স্বেচ্ছাসেবক পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, এবারের স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে মিরসরাই উপজেলার ১০২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছে। প্রতিবছর উপজেলার সকল স্বেচ্ছাসেবীকে একসাথে করতে স্বেচ্ছাসেবী পুনর্মিলনীর আয়োজন করি আমরা। উৎসবমুখর এই অনুষ্ঠানে সকল স্বেচ্ছাসেবীদের সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের সুধীজনদের আমন্ত্রণ জানানো হয়। নবীন প্রবীণ সকল স্বেচ্ছাসেবক মিলে এবারের স্বেচ্ছাসেবী সম্মিলনের দিনটিও দারুণ আনন্দমুখর হয়ে ওঠেছে।