বিসমিল্লাহ স্পটিং ক্লাবের আয়োজনে মরহুম নুরুল হুদা মেম্বার স্মরণে শর্টপিছ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় মুছাপুর ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে এ খেলা সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম নুরুল হুদা মেম্বার এর সন্তান মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড সন্দ্বীপ টাউন শাখার ম্যানোজার মোবারক হোসেন, ও এনাম নাহার মোড় ব্যাবসা কল্যান সমিতির উপদেষ্টা ইয়াসিন আরাফাত।
নুরুজ্জামান সাইফুল, নেয়ামত উল্ল্যাহ আজগর ও আবদুল হাকিম সুমনের সঞ্চালনায় এতে আর ও বক্তব্য রাখেন মাওলানা তৌফিকুল আলম, মাস্টার জাবেদ হোসাইন , সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, পৌর যুবদল নেতা কামরুল ইসলাম মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, ও আবদুল করিম প্রমুখ। খেলায় মোট ৩২ দল অংশ গ্রহন করে, এতে কাজী নজরুল ইসলাম স্পটিং ক্লাব, ও রানার্স আপ হয় সূর্য সন্তান স্পটিং ক্লাব।১