চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটার মীরেরখীলে দিনেদুপুরে একটি বাড়িতে হামলা ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ মার্চ) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে সরফভাটা ইউনিয়নের মীরেরখীলের নবী মাষ্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
অভিযোগকারী খুরশিদা বেগম বলেন, ‘অভিযোগপত্রে উল্লেখিত ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ আমাদের বসতবাড়ীর আঙ্গিনায় এসে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে গেইট, জানালা এবং বেড়ার টিনে আঘাত করে।
পরবর্তীতে বিবাদীগণ আমাদের ঘরে ঢুকর ভাংচুর চালায় এবং আমার ঘরের আলমিরায় থাকা ৮ ভরি পরিমাণ স্বর্ণ, নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা লুট করে। পরে হামলাকারীরা বিদ্যুতের লাইনও কেটে দেয়। এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি
এটিএম শিফাতুল মাজদার বলেন, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”