চট্টগ্রাম 12:20 pm, Thursday, 17 July 2025

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি উঠান বৈঠক 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপড় রেঞ্জের ব্যাঙছড়ি মুসলিম পাড়া হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক হয়েছে। সোমবার  (১৭মার্চ)বিকাল ৪টায় ব্যাঙছড়ি মুসলিম পাড়া  হাতি সুরক্ষা দল এর  উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। প্রধান অতিথি ছিলেন  আবু কাওসার, সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা (শিক্ষানবীশ) পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। বৈঠকে ব্যাঙছড়ি  এলিফ্যান্ট রেসপন্স টিম এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল—হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় ও হাতির আবাসস্থল রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা। এবং প্রতিপাদ্য ছিলো ‘হাতি বাঁচলে বন বাঁচবে বন বাঁচলে আমরা বাঁচবো’। সভায় বিশেষ অতিথি  ছিলেন বড়ইছড়ি বনশুল্ক ও পরীক্ষান ফাড়ি স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন।

প্রধান অতিথি  বলেন, বন্য হাতির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।  উল্লেখ  হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে হাতি সুরক্ষা দল এবং এলিফ্যান্ট রেসপন্স টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি স্থানীয় জনগণকে সচেতন করে বলেন, বন্য হাতিকে অযথা বিরক্ত করা উচিত নয় এবং হাতির করিডর যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বৈঠকে সভাপতি ওমর ফারুক স্বাধীন, ফরেস্ট রেঞ্জার, কাপ্তাই রেঞ্জ তার বক্তব্যে হাতি সুরক্ষা দলের কার্যক্রম ও এলিফ্যান্ট রেসপন্স টিমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় জনগণ বন্য হাতির সুরক্ষায় এবং হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে এলাকার ৫০জন  মহিলা পুরুষ অংশ গ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সন্দ্বীপে নবাগত ইউএনও মংচিংনু মারমাকে অফিসার্স ক্লাবের বরণ

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি উঠান বৈঠক 

Update Time : 07:18:33 pm, Monday, 17 March 2025

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপড় রেঞ্জের ব্যাঙছড়ি মুসলিম পাড়া হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক হয়েছে। সোমবার  (১৭মার্চ)বিকাল ৪টায় ব্যাঙছড়ি মুসলিম পাড়া  হাতি সুরক্ষা দল এর  উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। প্রধান অতিথি ছিলেন  আবু কাওসার, সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা (শিক্ষানবীশ) পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। বৈঠকে ব্যাঙছড়ি  এলিফ্যান্ট রেসপন্স টিম এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল—হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় ও হাতির আবাসস্থল রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা। এবং প্রতিপাদ্য ছিলো ‘হাতি বাঁচলে বন বাঁচবে বন বাঁচলে আমরা বাঁচবো’। সভায় বিশেষ অতিথি  ছিলেন বড়ইছড়ি বনশুল্ক ও পরীক্ষান ফাড়ি স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন।

প্রধান অতিথি  বলেন, বন্য হাতির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।  উল্লেখ  হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে হাতি সুরক্ষা দল এবং এলিফ্যান্ট রেসপন্স টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি স্থানীয় জনগণকে সচেতন করে বলেন, বন্য হাতিকে অযথা বিরক্ত করা উচিত নয় এবং হাতির করিডর যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বৈঠকে সভাপতি ওমর ফারুক স্বাধীন, ফরেস্ট রেঞ্জার, কাপ্তাই রেঞ্জ তার বক্তব্যে হাতি সুরক্ষা দলের কার্যক্রম ও এলিফ্যান্ট রেসপন্স টিমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় জনগণ বন্য হাতির সুরক্ষায় এবং হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে এলাকার ৫০জন  মহিলা পুরুষ অংশ গ্রহণ করে।