আজ চট্টগ্রাম জেলার, সীতাকুণ্ড থানার অন্তর্গত ২নং বারৈয়াঢালা নিউনিয়ন এর ৪ নং ওয়ার্ডে পাহাড়ের পাদ দেশে অবস্থিত আদর্শ গ্রাম ও আশ পাশের এলাকায় প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় বিতরব করেন ফেসবুক ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর বন্ধুরা। এটি দেশ বিদেশে প্রায় ৪৭ হাজার মেম্বারের গ্রুপ। প্রতি বছর সারা দেশে ঈদ এবং পূজা উপলক্ষে সাইলেন্ট স্মাইল নামে একটা ইভেন্ট এর মাধ্যমে সারা দেশে কয়েক হাজার শিশুদের মাঝে এই ঈদ উপহার উনারা পৌঁছে দেন।
ব্যাচের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকতার হোসাইন এলিট এবং রফিকুল ইসলাম, এছাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও স্থানীয় মসজিদের ইমাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
গ্রুপের সদস্য আকতার হোসাইন এলিট বলেন আমরা প্রতি বছর আমাদের এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর বন্ধুদের পক্ষ থেকে এই আয়োজন করে থাকি, তারি ধারাবাহিকতায় গত ২৬ শে মার্চ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৩ শতাধিক ছেলে মেয়েদের মাঝে নতুন জামা কাপড় এবং এতিমখানার জন্য খাদ্য সামগ্রি বিতরন করি, এবং আজকে ছোট দারোগারহাট আদর্শ গ্রামে শতাধিক ঈদ উপহার বিতরন করি, আমরা সারা দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজারের অধিক শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরন করেছি। আমরা চেষ্টা করবো আমাদের এই মানবিক কার্যক্রম অব্যহত রাখার জন্য।