সন্দ্বীপ উপজেলার ১১ নং মুছাপর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজের ত্রুয় করা জায়গা উদ্ধার করতে গিয়ে স্হানীয় (প্রতারক) শাহেদ ও আকলিমা গ্যাং দের শুকনো লাকড়ির আঘাতে ঘটনাস্থলে নিহত হয় নজরুল ইসলাম খোকন ( ৪৮) এতে গুরুতর আহত হয় ২ জন। ৩ এপ্রিল বিকেল ৫ টায় স্হানীয় আজমতের গৌ বাড়িতে এ ঘঠনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে খোকন তার পৌত্রিক সম্পত্তি বসতঘর জেঠাতো ভাই রিদুয়ানুল বারীর কাছে বিত্রুি করে চট্টগ্রাম চলে যায় সম্পত্তি বুঝিয়ে দিতে গেলে দেখে সম্পত্তি উপর স্হানীয় (প্রতারক) শাহেদ ঝুপড়ি ঘর দিয়ে দখল করে নেয় ত্রুয় করা ঘর ভিটা এলাকাবাসির সহযোগিতায় উচ্ছেদ করতে গেলে বাধা দেয় শাহেদ ও তার সঙ্গরা দুই পক্ষের কথা কাটা কাটির মাঝে প্রতারক শাহেদ ও আকলিমা এসে লাকরি দিয়ে মারতে শুরু করে জায়গার প্রকৃত মালিকদের
ঘটনাস্থলে খোকন ও তার জেঠাতো ভাইরা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকায় চরম উওেজনা শুরু হয়
স্হানীয় এলাকাবাসি দ্রুত বিষয়টি থানায় জানায় এবং গুরুতর আহত ব্যাক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক খোকন কে মৃত ঘোষণা করে। আহত ব্যক্তিদের চিকিৎসা প্রধান করে প্রতারক শাহেদ ও আকলিমা কে এলাকাবাসি আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।
এলাকাবাসী সুত্রে জানা যায় প্রতারক শাহেদ খান নিজেকে কখনো আওয়ামীলীগ কর্মী, কখনো বিএনপি কর্মী আবার কখনো সংবাদকর্মি পরিচয় দিয়ে মানুষ হয়রানি করে আসছে। স্হানীয় কিছু রাজনৈতিক নেতাদের আশ্রয়ে সে তার অন্যায় কাজ চালিয়ে যেত বহুদিন।
এই বিষয়ে সন্দ্বীপ ওসি তদন্ত কাছে জানতে চাইলে জানান লাশ টি ময়না তদন্ত করে নিহতের পরিবার কে বুঝিয়ে দেওয়া হয়েছে নিহত খোকনের জেঠাতো ভাই থানায় গতকাল একটি হত্যা মামলা রুজু করছে মামলা নং ১ তাং। ইং এবং শাহেদ ও আকলিমা কে গেপ্তার করে আদালতে সৌপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।