চট্টগ্রাম 10:48 pm, Monday, 7 July 2025

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মীরসরাইয়ে ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নদীর দুইটি পয়েন্টে স্থাপিত ১৫টি শ্যালো ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ১ নং করেরহাট অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্য ও জোরারগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে নদীর লিচুতলা ও মোল্লাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, “অভিযানে ১৫টি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়া হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সংযোগ পাইপ ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় বালু উত্তোলনে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “স্থানীয়দের এ বিষয়ে সচেতন করা হয়েছে এবং ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী নদীতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বারইয়ারহাট পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

Update Time : 02:52:30 pm, Monday, 7 April 2025

মীরসরাইয়ে ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নদীর দুইটি পয়েন্টে স্থাপিত ১৫টি শ্যালো ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ১ নং করেরহাট অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্য ও জোরারগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে নদীর লিচুতলা ও মোল্লাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, “অভিযানে ১৫টি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়া হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সংযোগ পাইপ ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় বালু উত্তোলনে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “স্থানীয়দের এ বিষয়ে সচেতন করা হয়েছে এবং ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী নদীতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।