সন্দ্বীপের সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সন্দ্বীপ থানা ওসির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাদশা, ও মাস্টার আবুল কাশেম, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আবুল বাশার জিএস ,সন্দ্বীপ উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার, সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি প্রমুখ।
বিষয় জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম বলেন সাম্প্রতিক সময়ে গত কয়েকদিনে আইনশৃঙ্খলা বিষয়ে যেহেতু কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, এ ঘটনা যাতে তাদের দলীয় নেতৃবৃন্দ তাদের কে এ ব্যাপারে বলা হয়েছে, নেতৃবৃন্দের সাথে কথা বলে যাতে করে এ ঘটনা সামনে না বাড়ে, সে ব্যাপারে তাদের সাহায্য চাওয়া হয়েছে, এতে তাদের দলীয় ফোরামে সির্ধান্ত নিয়ে যে কোন জায়গায় সংঘর্ষ না ঘটে পরবর্তীতে এপা তারা ব্যবস্হা নিবে, পাশাপাশি যারা আইনের অবনতি ঘটাবে তারা যে হোক না কেন আইনি ব্যবস্হা গ্রহন করা হবে। সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের বলেন গত সপ্তাহে হারামিয়া মগধরা সহ সন্দ্বীপে বেশ কিছু জায়গায় আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় আমরা উর্ধেগ প্রকাশ করছি, এ থেকে উত্তরণের জন্য আমাদের পক্ষ থেকে থানা প্রশাসনকে সহযোগিতা করা হবে । একটি পক্ষ বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের কোন দলীয় লোক যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটায় তাৎক্ষণিক আমরা দলীয় ভাবে ব্যবস্হা গ্রহন করব।