ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে রাঙামাটি কাপ্তাইয়ে সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বিকালে কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকা হতে বাদ আছরের নামাজের পর সর্বস্তরের লোকজন বিক্ষোভ মিছিলটি বের করে। পরে মিছিলটি কাপ্তাইয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই নতুন বাজার মসজিদে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, ফিলিস্তিনে মুসলিমদের ইসরায়ইল কতৃক নির্বিচারে বর্বর হত্যাযজ্ঞ, চালিয়ে নারী শিশুসহ সকল স্থাপনা ধ্বংস করা হচ্ছে। এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া বক্তারা বাংলাদেশ অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, জরুরি ভিত্তিতে সকল ইসরায়েল পণ্য বর্জন ও নিষেধাজ্ঞা করা হোক। এবং হামলার প্রতিবাদে সকল মুসলমানদের এক হওয়ার আহবান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুল ইসলাম, ইমাম ও হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাইফী। দোয়া ও মুনাজাত করেন ইমাম ফখরুল ইসলাম। উক্ত মিছিলে কাপ্তাইয়ের ছাত্র, শিক্ষক, ইমাম, বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।