চট্টগ্রামের সন্দ্বীপে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৭ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ছোয়াখালি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রিগ্যান চাকমা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মগধরা ইউনিযনের ছোয়াখালি এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে কাটা হচ্ছে।
খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রিপন নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার ভেকু মেশিনটি ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। ট্রাকে মাটিসহ রিপনকে এসময় পাওয়া যায় এবং অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, ফসলি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।কৃষিজমির পরিমান দিন দিন কমে যাচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার জানান। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 



















