রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন তিতাস গ্যাস টি এন্ড ডি পি এল সি’র ব্যবস্থাপক মুহাম্মাদ নজরুল ইসলাম।
সিনিয়র শিক্ষক প্রদীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের প্রাক্তন সুপারিন্টেন্ডেন্ট তপন কুমসর দত্ত, শিক্ষানুরাগী মো. ইমরান হোসেন মামুন, মো. ইয়াকুব, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তালেব,শিক্ষক যীশু কুমার বিশ্বাস, মো. আনিসুর রহমান, মো. আলমগীর, মো. জাফর আলম প্রমুখ।
শেষে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী দেয়া হয়।