চট্টগ্রাম 9:25 pm, Thursday, 10 July 2025

বিনিয়োগ সম্মেলনে মার্কিন প্রতিনিধিদলে ছিলেন চট্টগ্রামের সন্তান রবিউল 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে ঢাকায় চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ সমাপ্ত হয়েছে। গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকায় চলা এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কৃতি সন্তান রবিউল চৌধুরী সাকিব।

রবিউল চৌধুরী সাকিব হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউছুপ চৌধুরী বাড়ির সন্তান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ সাংবাদিক আমিন উল্লাহ বাহার চৌধুরীর পুত্র।

গত সোমবার (৭ এপ্রিল) সম্মেলনের প্রথম দিনে, রবিউল চৌধুরী সাকিব মার্কিন প্রতিনিধিদলের সাথে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এবং মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন–এনএসইজেড) পরিদর্শন করেন।

এ সম্পর্কে সম্প্রতি তিনি  এ প্রতিবেদক কে জানান, “কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন দেখে আমরা মুগ্ধ। এখানে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে।” তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ আসুক।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই আয়োজনকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, সম্মেলন শেষে অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রাপ্ত বিনিয়োগ প্রতিশ্রুতির তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হবে, যার মধ্যে যোগাযোগের মাধ্যমে প্রতিশ্রুত সুযোগ-সুবিধা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এবারের সম্মেলনে ৪০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে ৫০০ বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন । এর মধ্যে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীদের উপস্থিতি উল্লেখযোগ্য। এছাড়াও বাংলাদেশের দুই হাজারের বেশি প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের হয়ে বাংলাদেশে আসা রবিউল হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউছুপ চৌধুরী বাড়ির আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক আমিন উল্লাহ বাহার চৌধুরীর পুত্র। তিনি বর্তমানে আমেরিকায় নেপলেস প্রপার্টিজ এলএলসি এর ফাউন্ডার ও সিইও, ইউনাইটেড অব লাভ হোমস কেয়ার এলএলসি এর এর প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ বোর্ড এবং এশিয়ান আমেরিকান বিজনেস এলায়েন্সের দায়িত্ব পালন করছেন এবং যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির জন্য “মুসলিম ফর ট্রাম্প” সংগঠনের কো ফাউন্ডার হিসেবে কাজ করে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ সম্মেলনে মার্কিন প্রতিনিধিদলে ছিলেন চট্টগ্রামের সন্তান রবিউল 

Update Time : 01:30:25 am, Sunday, 13 April 2025

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে ঢাকায় চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ সমাপ্ত হয়েছে। গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকায় চলা এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কৃতি সন্তান রবিউল চৌধুরী সাকিব।

রবিউল চৌধুরী সাকিব হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউছুপ চৌধুরী বাড়ির সন্তান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ সাংবাদিক আমিন উল্লাহ বাহার চৌধুরীর পুত্র।

গত সোমবার (৭ এপ্রিল) সম্মেলনের প্রথম দিনে, রবিউল চৌধুরী সাকিব মার্কিন প্রতিনিধিদলের সাথে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এবং মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন–এনএসইজেড) পরিদর্শন করেন।

এ সম্পর্কে সম্প্রতি তিনি  এ প্রতিবেদক কে জানান, “কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন দেখে আমরা মুগ্ধ। এখানে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে।” তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ আসুক।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই আয়োজনকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, সম্মেলন শেষে অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রাপ্ত বিনিয়োগ প্রতিশ্রুতির তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হবে, যার মধ্যে যোগাযোগের মাধ্যমে প্রতিশ্রুত সুযোগ-সুবিধা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এবারের সম্মেলনে ৪০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে ৫০০ বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন । এর মধ্যে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীদের উপস্থিতি উল্লেখযোগ্য। এছাড়াও বাংলাদেশের দুই হাজারের বেশি প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের হয়ে বাংলাদেশে আসা রবিউল হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউছুপ চৌধুরী বাড়ির আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক আমিন উল্লাহ বাহার চৌধুরীর পুত্র। তিনি বর্তমানে আমেরিকায় নেপলেস প্রপার্টিজ এলএলসি এর ফাউন্ডার ও সিইও, ইউনাইটেড অব লাভ হোমস কেয়ার এলএলসি এর এর প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ বোর্ড এবং এশিয়ান আমেরিকান বিজনেস এলায়েন্সের দায়িত্ব পালন করছেন এবং যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির জন্য “মুসলিম ফর ট্রাম্প” সংগঠনের কো ফাউন্ডার হিসেবে কাজ করে যাচ্ছেন।