চট্টগ্রাম 7:40 pm, Sunday, 17 August 2025

মীরসরাইয়ে এক হাজার রোগীর বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন

মীরসরাইয়ে বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জোরারগঞ্জে জে.এম-থ্রি এপার্টমেন্টের হাজী বাড়ি প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

দুবাই প্রবাসী সমাজসেবক লায়ন মাজহার উল্লাহ মিয়ার সৌজন্যে এবং লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম ও কমফোর্ট হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় চক্ষু সমস্যায় ভুগছেন এমন রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ১০১ জন রোগীর ফ্রি চক্ষু অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়।

এসময় চিকিৎসবা কার্যক্রম পরিদর্শন করেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। এ ছাড়া উপস্থিত ছিলেন আইপিজিডি লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন এস এম কামাল হোসেন এমজেএফ, লায়ন তাহের আহমেদ, আরসি হেডকোয়ার্টার লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, লায়ন তারেক কামাল, আরসি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, জেডসি লায়ন আরশাদুর রহমান, জেডসি লায়ন মো: ইউসুফ চৌধুরীর এমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’র সভাপতি লায়ন তৌফিকুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সহ সভাপতি লায়ন কাজী জসিম উদ্দিন ও লায়ন রাশেদা আক্তার মুন্নী, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী এর সদস্য লায়ন নিজাম উদ্দিন।

লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু এর সভাপতি জুয়েল দাশ,আইপিপি লিও রাজিব পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাদেক হোসেন, রিপন গোপ, ইমাম হোসেন, লিও ক্লাব অব চিটাগং খুলশী এর সভাপতি আবু নেওয়াজ শাকিল, সহ সভাপতি শহিদুল আলম। লিও ক্লাব অব চিটাগং মীরসরাই এর লিও ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের আইপিপি লিও আসিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লিও আইনুল ইসলাম চৌধুরী, টেইল টুইস্টার লিও তৌফিকুল ইসলাম তপু, মেম্বার লিও তুহিন প্রমুখ।

মানবিক উদ্যোগের কথা জানিয়ে লায়ন মাজহার উল্লাহ মিয়া বলেন, ‘চিকিৎসার অভাবে অনেক গরিব মানুষ অন্ধত্বের দিকে যাচ্ছে, তাদের জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জিকু, সম্পাদক সিফাত

মীরসরাইয়ে এক হাজার রোগীর বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন

Update Time : 07:00:20 pm, Sunday, 13 April 2025

মীরসরাইয়ে বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জোরারগঞ্জে জে.এম-থ্রি এপার্টমেন্টের হাজী বাড়ি প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

দুবাই প্রবাসী সমাজসেবক লায়ন মাজহার উল্লাহ মিয়ার সৌজন্যে এবং লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম ও কমফোর্ট হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় চক্ষু সমস্যায় ভুগছেন এমন রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ১০১ জন রোগীর ফ্রি চক্ষু অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়।

এসময় চিকিৎসবা কার্যক্রম পরিদর্শন করেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। এ ছাড়া উপস্থিত ছিলেন আইপিজিডি লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন এস এম কামাল হোসেন এমজেএফ, লায়ন তাহের আহমেদ, আরসি হেডকোয়ার্টার লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, লায়ন তারেক কামাল, আরসি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, জেডসি লায়ন আরশাদুর রহমান, জেডসি লায়ন মো: ইউসুফ চৌধুরীর এমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’র সভাপতি লায়ন তৌফিকুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সহ সভাপতি লায়ন কাজী জসিম উদ্দিন ও লায়ন রাশেদা আক্তার মুন্নী, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী এর সদস্য লায়ন নিজাম উদ্দিন।

লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু এর সভাপতি জুয়েল দাশ,আইপিপি লিও রাজিব পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাদেক হোসেন, রিপন গোপ, ইমাম হোসেন, লিও ক্লাব অব চিটাগং খুলশী এর সভাপতি আবু নেওয়াজ শাকিল, সহ সভাপতি শহিদুল আলম। লিও ক্লাব অব চিটাগং মীরসরাই এর লিও ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের আইপিপি লিও আসিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লিও আইনুল ইসলাম চৌধুরী, টেইল টুইস্টার লিও তৌফিকুল ইসলাম তপু, মেম্বার লিও তুহিন প্রমুখ।

মানবিক উদ্যোগের কথা জানিয়ে লায়ন মাজহার উল্লাহ মিয়া বলেন, ‘চিকিৎসার অভাবে অনেক গরিব মানুষ অন্ধত্বের দিকে যাচ্ছে, তাদের জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’