প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ বিচারের দাবিতে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার দুপুর ৩টায় সীতাকুণ্ড পৌরসদরে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রদলের পাশাপাশি সাধারণ মানুষদেরও অংশ গ্রহন করতে দেখা যায়।
সীতাকুন্ড ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জিকুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন সিরাজী, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য আরিফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য অভি সহ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।