চট্টগ্রাম 9:32 pm, Thursday, 10 July 2025

সন্দ্বীপে বাউরিয়া ইউনিয়নের কালাপানিয়া হাই স্কুল সড়কের বেহাল দশা : দুর্ভোগে ৪ হাজার মানুষ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালাপানিয়া হাই স্কুল সড়ক সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। মাত্র ৩১০ মিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বাজারগামী পথচারীসহ প্রায় ৪ হাজার স্থানীয় বাসিন্দা চলাচল করে। অথচ দীর্ঘদিনেও রাস্তাটির কোনো সংস্কার বা পাকাকরণ না হওয়ায় এটি এখন দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি আশেপাশের বসতবাড়ির তুলনায় অনেক নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পুরো সড়কজুড়ে জমাট কাদা ও পানি সৃষ্টি হয়, যা পথচারীদের চলাচলের অযোগ্য করে তোলে। বিশেষ করে ৬০০ জনের বেশি শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে, ফলে তাদের ভোগান্তির সীমা নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাদার অবস্থা এতটাই ভয়াবহ যে দেখে মনে হয় ধান রোপণের জমি প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় গর্ত ও কাদা-পানিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ভ্যান ও রিকশাচালকরা জানায়, বৃষ্টির সময় চাকা কাদায় আটকে যায়, গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এই সড়ক ঘিরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, সন্দ্বীপ মহিলা আলিম মাদ্রাসা, সন্দ্বীপ আডিয়েল উচ্চ বিদ্যালয়, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রয়েছে বানির হাট, বার্তেন মার্কেট, গাজি মার্কেটসহ স্থানীয় কয়েকটি বাজার। এত গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়া সত্ত্বেও এর রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি।

এ বিষয়ে এলজিইডি’র সন্দ্বীপ উপজেলার উপজেলা নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কটির উন্নয়ন প্রকল্প এখনো অনুমোদিত হয়নি। অনুমোদন পেলেই টেন্ডারসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে বাউরিয়া ইউনিয়নের কালাপানিয়া হাই স্কুল সড়কের বেহাল দশা : দুর্ভোগে ৪ হাজার মানুষ

Update Time : 08:33:25 pm, Monday, 21 April 2025

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালাপানিয়া হাই স্কুল সড়ক সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। মাত্র ৩১০ মিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বাজারগামী পথচারীসহ প্রায় ৪ হাজার স্থানীয় বাসিন্দা চলাচল করে। অথচ দীর্ঘদিনেও রাস্তাটির কোনো সংস্কার বা পাকাকরণ না হওয়ায় এটি এখন দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি আশেপাশের বসতবাড়ির তুলনায় অনেক নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পুরো সড়কজুড়ে জমাট কাদা ও পানি সৃষ্টি হয়, যা পথচারীদের চলাচলের অযোগ্য করে তোলে। বিশেষ করে ৬০০ জনের বেশি শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে, ফলে তাদের ভোগান্তির সীমা নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাদার অবস্থা এতটাই ভয়াবহ যে দেখে মনে হয় ধান রোপণের জমি প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় গর্ত ও কাদা-পানিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ভ্যান ও রিকশাচালকরা জানায়, বৃষ্টির সময় চাকা কাদায় আটকে যায়, গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এই সড়ক ঘিরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, সন্দ্বীপ মহিলা আলিম মাদ্রাসা, সন্দ্বীপ আডিয়েল উচ্চ বিদ্যালয়, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রয়েছে বানির হাট, বার্তেন মার্কেট, গাজি মার্কেটসহ স্থানীয় কয়েকটি বাজার। এত গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়া সত্ত্বেও এর রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি।

এ বিষয়ে এলজিইডি’র সন্দ্বীপ উপজেলার উপজেলা নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কটির উন্নয়ন প্রকল্প এখনো অনুমোদিত হয়নি। অনুমোদন পেলেই টেন্ডারসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে।”