চট্টগ্রাম 10:52 am, Tuesday, 19 August 2025

রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তি দাবী

রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে তার পরিবার দাবী করছে, গৃহবধূ তানহাকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পীতভাবে হত্যা করেছে। শ্বশুর, শাশুড়ি, জা এবং ভাসুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা পাওয়া যাবে বলে জানান তারা।

এরআগে গেল ১৫ এপ্রিল সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের শ্বশুর বাড়ির শয়নকক্ষ থেকে গৃহবধূ উম্মে হাবিবা তানহা’র ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী এবং লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। আগেরদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজনকে সাথে নিয়ে ঘুরে এসেছিলেন। এরপর সকালে ঘুম থেকে না উঠলে ঘরের দরজা ভেঙে দেখেন গৃহবধূ হাবিবার মরদেহ ওড়না পেচানো অবস্থায় জানালার গ্রীলের সাথে ঝুলানো। পরে থানায় খবর দেয়া হলে, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমাম হোসেন, পিতা সিরাজুল ইসলাম, মা শিমুল আক্তার, খালা জান্নাতুল আদন বৃষ্টি এবং মামা আবু বক্কর।

তারা দাবী করেন, তাদের মেয়েকে পরিকল্পীতভাবে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। কিছুদিন পূর্বে তাদের মেয়েকে ভাসুরের স্ত্রী তুচ্ছ ঘটনায় মারধর করে এবং প্রায়শই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। ঘটনার আগেরদিন রাতেও প্রবাসী স্বামীর সাথে তার ফোনে কথা হয়েছিলো। এই ঘটনায় তারা হত্যা মামলা করতে চাইলেও থানায় ইউডি মামলা নিয়েছে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবী জানান।

এদিকে উম্মে হাবিবা তানহাকে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে দাবী করে গত বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাইল্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তি দাবী

Update Time : 10:16:23 pm, Wednesday, 23 April 2025

রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে তার পরিবার দাবী করছে, গৃহবধূ তানহাকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পীতভাবে হত্যা করেছে। শ্বশুর, শাশুড়ি, জা এবং ভাসুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা পাওয়া যাবে বলে জানান তারা।

এরআগে গেল ১৫ এপ্রিল সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের শ্বশুর বাড়ির শয়নকক্ষ থেকে গৃহবধূ উম্মে হাবিবা তানহা’র ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী এবং লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। আগেরদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজনকে সাথে নিয়ে ঘুরে এসেছিলেন। এরপর সকালে ঘুম থেকে না উঠলে ঘরের দরজা ভেঙে দেখেন গৃহবধূ হাবিবার মরদেহ ওড়না পেচানো অবস্থায় জানালার গ্রীলের সাথে ঝুলানো। পরে থানায় খবর দেয়া হলে, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমাম হোসেন, পিতা সিরাজুল ইসলাম, মা শিমুল আক্তার, খালা জান্নাতুল আদন বৃষ্টি এবং মামা আবু বক্কর।

তারা দাবী করেন, তাদের মেয়েকে পরিকল্পীতভাবে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। কিছুদিন পূর্বে তাদের মেয়েকে ভাসুরের স্ত্রী তুচ্ছ ঘটনায় মারধর করে এবং প্রায়শই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। ঘটনার আগেরদিন রাতেও প্রবাসী স্বামীর সাথে তার ফোনে কথা হয়েছিলো। এই ঘটনায় তারা হত্যা মামলা করতে চাইলেও থানায় ইউডি মামলা নিয়েছে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবী জানান।

এদিকে উম্মে হাবিবা তানহাকে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে দাবী করে গত বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা।