রাঙ্গুনিয়া উপজেলায় পানিতে ডুবে মো. আয়ান(৫) ও মো. আহম্মদ (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার( ৫ মে) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা হাজীপাড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। শিশু দুটি একই এলাকার আবুল বয়ান ও মো. হান্নান এর ছেলে।
জানা যায়, শিশু দুটি প্রতিদিনের ন্যায় বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলছিল। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন তাদের খোঁজ নিতে গেলে তাদের আর খুঁজে পায়নি। এক পর্যায়ে দুপুর দেড় টার দিকে সন্দেহ ভাজন পুকুরে খুঁজতে গেলে তাদের লাশ পাওয়া যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।