ক্ষণজন্মা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ইউনুচ তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী আজ (বুধবার)। ২০১৭ সালের ৮ মে সকালে ৫৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার ৮ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে হোছনাবাদ লালানগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলার বিএনপি’র এক উজ্জল নক্ষত্র ইউনুচ তালুকদার ১৯৫৯ সালে বৃহত্তর হোছনাবাদ লালানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আমহদ সৈয়দ তালুকদার ও দাদা মরহুম হাজী আবদুল গনি তালুকদার।
ইউনুচ তালুকদার রাজনৈতিক জীবন শুরু হয় কলেজ জীবন থেকেই। সেসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি’র রাজনীতি শুরু করেন। বি. কম পড়াকালীন সময়ে ১৯৮৩সালে তিনি বৃহত্তর হোছনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বৃহত্তর হোছনাবাদ ইউনিয়ন পরিষদের পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে টানা ১৪ বছর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। হোছনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সাথে নিয়ে লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন এই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন।
ইউনুচ তালুকদার বিএনপি’র দুঃসময়ে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সাক্ষরিত রাঙ্গুনিয়া উপজেলা কমিটির দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপি সরকার থাকাকালীন সময়ে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আন্তরিক সহযোগীতায় নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য হোছনাবাদ ইউনিয়ন থেকে “লালানগর” নামকরণে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। মরহুম।ইউনিচ তালুকদার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আস্থাশীল ও শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে সুপরিচিত ছিল।
ইউনুচ তালুকদারের ছেলে ইমরান হোসেন মামুন জানান, বাবার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।