চট্টগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জিওবি (GoB) খাতের আওতায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থ বছরের ৪র্থ প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) সন্দ্বীপ উপজেলায় এক গুরুত্বপূর্ণ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৯ মে ২০২৫, বেলা ১২টায় সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়স্থ বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসার আয়েশা সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার সামছুল আলম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক নওশাদ আকরাম, ফয়সাল আসীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।
বক্তারা তাদের আলোচনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুস্থ বিকাশ, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, চলমান তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় এবং পরিচ্ছন্নতা রক্ষাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
সভায় অংশগ্রহণকারীরা এই ধরনের কার্যক্রমকে সময়োপযোগী ও সমাজ উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন। আয়োজকপক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সচেতনতামূলক সভা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নারী ও শিশুর নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।