চট্টগ্রাম 11:38 pm, Saturday, 23 August 2025

জাতীয় অর্থনৈতিক অঞ্চলে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

‎মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন ওই ঘটনায় শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন।

‎এর আগে সোমবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে পরে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

‎সোহাগ উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মরহুম মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

‎মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ঢুকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেল যোগে ৮ থেকে ১০জন দুর্বৃত্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।’

‎তিনি বলেন, ‘মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় অর্থনৈতিক অঞ্চলে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

Update Time : 09:50:31 am, Wednesday, 21 May 2025

মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

‎মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন ওই ঘটনায় শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন।

‎এর আগে সোমবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে পরে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

‎সোহাগ উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মরহুম মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

‎মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ঢুকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেল যোগে ৮ থেকে ১০জন দুর্বৃত্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।’

‎তিনি বলেন, ‘মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’