হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে মো.করিম, মো.লোকমান, মো.তামিম উদ্দীন ও মো.এরশাদ নামের চার মাদকাসক্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৮মে) দুপুরের দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার আলিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় চার ব্যক্তি জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন তথ্যের ভিক্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ আলীপুর এলাকার মৃত টুনু মিয়ার পুত্র মো.করিম, মো.জাকির হোসেনের পুত্র মো.লোকমান, পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যম দেওয়াননগর এলাকার মো.তসলিম উদ্দীনের পুত্র মো.তামিমউদ্দীন এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মো.কামালের পুত্র মো.এরশাদসহ চারজনকে চারশত টাকা অর্থদন্ড ও ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বুধবার রাত ৯ টার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পৌর এলাকাসহ হাটহাজারীর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।