চট্টগ্রাম 12:29 pm, Saturday, 23 August 2025

রাঙ্গুনিয়ায় সড়কের উপর পানি, নিষ্কাশনে বাজার কমিটি

রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন বাজারে অল্প বৃষ্টি হলেই মরিয়মনগর-গাবতল সড়কটি পানিতে ডুবে যেত। দীর্ঘদিনের এই সমস্যা উত্তোরণের লক্ষ্যে সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা করা হয়। তবে ড্রেনেজ ব্যবস্থা হলেও কমেনি দূর্ভোগ। ড্রেন হওয়ার পরেও আগের মতোই অল্প বৃষ্টিতে পানি জমে থাকে সড়কে। বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, শান্তিনিকেতন বাজারের একাংশ পানিতে ডুবে আছে। সেখানে বাজার কমিটির উদ্যোগে কয়েকজন শ্রমিক ড্রেন পরিষ্কারের কাজ করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ এলাকায় অল্প বৃষ্টিতে সড়কটিতে পনি জমে যায়। ফলে যানবাহন ও পথচারীদের দূর্ভোগে পড়তে হয়। সড়কের পাশে ড্রেন থাকলেও নানা কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না। সম্প্রতি টানা বৃষ্টিতে সড়কের উপর দুই ফুট পর্যন্ত পানিতে নিমজ্জিত ছিল। আজ সকাল থেকে বাজার কমিটির কয়েকজনের প্রচেষ্টায় ড্রেনটি সংস্কার করা হচ্ছে।

এদিকে সড়কের পানি সরাতে ড্রেন পরিষ্কার ও সংস্কারে উদ্যোগ নেন শান্তিনিকেতন বাজার কমিটির সভাপতি মো. হাবিব, সেক্রেটারি মো. ইকবাল, সহ সভাপতি মো. এহসান, শান্তিনিকেতন অটোরিকশা সিএনজি সমিতির সভাপতি মো. হাসান। সকাল থেকে ৫-৬ জন শ্রমিকের সমন্বয়ে শান্তিনিকেতন উত্তর মাথা শামীম আল বারাকা কমিউনিটি সেন্টার থেকে অগ্রণী ব্যাংক অংশ পর্যন্ত ড্রেন পরিষ্কার করে দেয়া হয়।

বাজার কমিটির সভাপতি মো. হাবিব জানান, সড়কটিতে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। পাশে ড্রেন থাকলেও তা পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত না। তাছাড়া ময়লাসহ নানা কারণে ড্রেনটি সবসময় পূর্ণ থাকে। ফলে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। আজ আমাদের উদ্যোগে ড্রেনটি সংস্কার ও পরিষ্কার করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য’ বইয়ের প্রকাশনা উৎসব রোববার

রাঙ্গুনিয়ায় সড়কের উপর পানি, নিষ্কাশনে বাজার কমিটি

Update Time : 03:18:07 pm, Wednesday, 4 June 2025

রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন বাজারে অল্প বৃষ্টি হলেই মরিয়মনগর-গাবতল সড়কটি পানিতে ডুবে যেত। দীর্ঘদিনের এই সমস্যা উত্তোরণের লক্ষ্যে সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা করা হয়। তবে ড্রেনেজ ব্যবস্থা হলেও কমেনি দূর্ভোগ। ড্রেন হওয়ার পরেও আগের মতোই অল্প বৃষ্টিতে পানি জমে থাকে সড়কে। বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, শান্তিনিকেতন বাজারের একাংশ পানিতে ডুবে আছে। সেখানে বাজার কমিটির উদ্যোগে কয়েকজন শ্রমিক ড্রেন পরিষ্কারের কাজ করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ এলাকায় অল্প বৃষ্টিতে সড়কটিতে পনি জমে যায়। ফলে যানবাহন ও পথচারীদের দূর্ভোগে পড়তে হয়। সড়কের পাশে ড্রেন থাকলেও নানা কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না। সম্প্রতি টানা বৃষ্টিতে সড়কের উপর দুই ফুট পর্যন্ত পানিতে নিমজ্জিত ছিল। আজ সকাল থেকে বাজার কমিটির কয়েকজনের প্রচেষ্টায় ড্রেনটি সংস্কার করা হচ্ছে।

এদিকে সড়কের পানি সরাতে ড্রেন পরিষ্কার ও সংস্কারে উদ্যোগ নেন শান্তিনিকেতন বাজার কমিটির সভাপতি মো. হাবিব, সেক্রেটারি মো. ইকবাল, সহ সভাপতি মো. এহসান, শান্তিনিকেতন অটোরিকশা সিএনজি সমিতির সভাপতি মো. হাসান। সকাল থেকে ৫-৬ জন শ্রমিকের সমন্বয়ে শান্তিনিকেতন উত্তর মাথা শামীম আল বারাকা কমিউনিটি সেন্টার থেকে অগ্রণী ব্যাংক অংশ পর্যন্ত ড্রেন পরিষ্কার করে দেয়া হয়।

বাজার কমিটির সভাপতি মো. হাবিব জানান, সড়কটিতে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। পাশে ড্রেন থাকলেও তা পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত না। তাছাড়া ময়লাসহ নানা কারণে ড্রেনটি সবসময় পূর্ণ থাকে। ফলে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। আজ আমাদের উদ্যোগে ড্রেনটি সংস্কার ও পরিষ্কার করা হচ্ছে।