রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর সোনারগাঁও দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ইউএনও’র স্বাক্ষর জালিয়াতি করেছে অভিযোগ করে তার পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৮ জুন) সকালে সোনারগাঁও তুপ্পর পাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন মো. ইউসুফের সঞ্চলনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন অধ্যক্ষ আলী আহমদ, ব্যবসায়ী মুসা, সাবেক দাতা সদস্য লিয়াকত আলী, ডা: ওমর ফারুক, শাহ আলম, দিদারুল আলম, সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. সাজিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অধ্যক্ষ ইউসুফ প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়ে। সাবেক ইউএনও মহোদয়ের স্বাক্ষর জালিয়াতি করে এডহক কমিটি দিয়েছে যা ইতিমধ্যে এলাকাবাসী প্রমাণ পেয়েছে। তার এসব দূর্নীতি অনিয়মের কারণে গতমাসে শিক্ষকমন্ডলীদের বেতন আটকে দেয়া হয়েছে। এতবড় একটা শিক্ষা প্রতিষ্ঠান এই অযোগ্য অধ্যক্ষকের পদত্যাগ দাবী করছি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান জানান, সাবেক ইউএনও’র স্বাক্ষর জালিয়াতির বিষয়ে জেনেছি। বিষয়টির সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে।