চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মো. জয়নাল আবেদীন (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জুন) দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ছেরাজুল হক ওরফে ছেরুর মালিকানাধীন দোকানঘর ও কলোনিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
নিহত জয়নাল আবেদীন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বাসিন্দা। তিনি পেশাগত কারণে মিরসরাইয়ে এসে ছেরুর কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন জানান, “রাত তিনটার দিকে হঠাৎ আগুন লাগার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে দেখি চারপাশে আগুন ছড়িয়ে পড়েছে। জয়নাল ভাই ওই সময় ঘরের ভেতরেই ছিলেন। ধোঁয়ার কারণে আর বের হতে পারেননি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে ছেরাজুল হকের মালিকানাধীন সব দোকান ও কাঁচাঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ধোঁয়ার কারণে একজনের মৃত্যু ঘটে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে