হাটহাজারীতে ষোল দিনের ব্যবধানে এবার পঞ্চাশ বছর বয়সী একজন মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) প্রাপ্ত পরীক্ষার রিপোর্টে ফতেয়াবাদ এলাকার ওই নারী বাসিন্দার কোভিড-১৯ পজিটিভ আসে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার মঙ্গলবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে ওই রোগী নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ ধরা পড়ার পর প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে মাস্ক পরা, বারবার হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ডা. তাপস কান্তি মজুমদার বলেন, “করোনা sporadic ভাবে ফিরে আসতে পারে। তাই উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানো উচিত। সচেতনতা ও সতর্কতাই এখন প্রধান প্রতিরোধ ব্যবস্থা।”
জনসাধারণের উদ্দেশ্যে বার্তায় তিনি বলেন, “অহেতুক গুজবে কান না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সর্বদা মাস্ক ব্যবহার করুন। করোনা মোকাবেলায় ব্যক্তি সচেতনতাই সবচেয়ে কার্যকর অস্ত্র।”
উল্লেখ্য, গত ১৪ জুন শনিবার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার আবুল হাসনাত খান (৪০) নামের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। নতুন করে সংক্রমণ শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগ আবারও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।