চট্টগ্রাম 6:31 pm, Wednesday, 2 July 2025

হাটহাজারী পৌরসভার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

হাটহাজারী পৌরসভায় নাগরিক সেবায় চরম অনিয়ম, দলীয় প্রভাব বিস্তার, পৌর কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে  হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা পৌর প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন।

পৌর প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হল: ১. পৌরসভার টিএসসি কমিটিতে একতরফাভাবে আওয়ামীপন্থী ও সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে তা বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।

২. জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদসহ নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে হয়রানির অবসান ঘটাতে হবে।

৩. বিএনপি ও বিরোধী মতাদর্শের পরিবারের সিডিউল বাতিল করে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।এটি বাতিল করে পূর্বের বৈধ তালিকা পুনর্বহাল করতে হবে।

৪. বিতর্কিত ও দলে অনুগত সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রকৃত দরিদ্র ও সাধারণ জনগণের মাঝে টিনের কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে।

৫. পৌরসভার নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ বন্ধ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।

৬. পৌর এলাকার অবহেলিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার ও উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৌরসভা আজ একটি পক্ষের নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ ন্যায্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

পরে পৌর ইঞ্জিনিয়ার সালমা খাতুনের মাধ্যমে পৌর প্রশাসক বরাবরে বিএনপি নেতা জাকির হোসেন, আবদুল শুক্কুর, ওহিদুল  আলম ও তকিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত  একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বন কেটে গড়ে ওঠা কোহিনূর শিপইয়ার্ডে আবারও উচ্ছেদ অভিযান

হাটহাজারী পৌরসভার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

Update Time : 08:37:03 am, Wednesday, 2 July 2025

হাটহাজারী পৌরসভায় নাগরিক সেবায় চরম অনিয়ম, দলীয় প্রভাব বিস্তার, পৌর কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে  হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা পৌর প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন।

পৌর প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হল: ১. পৌরসভার টিএসসি কমিটিতে একতরফাভাবে আওয়ামীপন্থী ও সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে তা বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।

২. জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদসহ নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে হয়রানির অবসান ঘটাতে হবে।

৩. বিএনপি ও বিরোধী মতাদর্শের পরিবারের সিডিউল বাতিল করে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।এটি বাতিল করে পূর্বের বৈধ তালিকা পুনর্বহাল করতে হবে।

৪. বিতর্কিত ও দলে অনুগত সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রকৃত দরিদ্র ও সাধারণ জনগণের মাঝে টিনের কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে।

৫. পৌরসভার নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ বন্ধ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।

৬. পৌর এলাকার অবহেলিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার ও উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৌরসভা আজ একটি পক্ষের নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ ন্যায্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

পরে পৌর ইঞ্জিনিয়ার সালমা খাতুনের মাধ্যমে পৌর প্রশাসক বরাবরে বিএনপি নেতা জাকির হোসেন, আবদুল শুক্কুর, ওহিদুল  আলম ও তকিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত  একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।