রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আবু নাছের টিপুর উদ্যোগে দুটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও তিনটি মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর দিক নির্দেশনায় বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে হোছনাবাদ, বনগ্রাম ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিদর্শন শেষে বিভিন্ন সহয়তার আশ্বাস দেন প্রবাসী টিপু।
এদিন সকালে হোছনাবাদ ৫নং ওয়ার্ড কোদালাকুল ব্রিজ ও ব্রিজ সংলগ্ন যাতায়াতের সড়ক সংস্কার, ফকিরটিলা লাল শাহ মহজিদের ঈদগাহে জানাজায় লাশ রাখার ঘর নির্মাণ, হোছনাবাদ পূর্ব সেগুন বাগান এলাকায় নূরে মদিনা গাউসিয়া সুন্নীয়া এবতেদায়ী মাদ্রাসা নির্মাণে অর্থ সহয়তা ও টিউবওয়েল প্রদান, হোছনাবাদ ৯নং ওয়ার্ড বনগ্রাম আল আকসা তৈয়বিয়া সুন্নীয়া জামে মসজিদে সম্পূর্ণ ছাদ ঢালাইয়ের কাজ করে দেয়ার আশ্বাস দেন টিপু। শেষে তার উদ্যোগে মরিয়মনগর- গাবতল ডিসি সড়কের স্বনির্ভর রাঙ্গুনিয়া শান্তিনিকেতন এলাকার অল্প বৃষ্টিতে পানি জমে থাকা স্থানে বালু ও কংক্রিট দিয়ে ভরাট কাজের পরিদর্শন করেন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন চৌধুরী, হোছনাবাদ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. ইসমাঈল সিকদার, হোছনাবাদ বিএনপি নেতা নুরুল আলম, মো. জসিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোহেল রানা, যুবদল নেতা মির্জা মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, হোছনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ করিম রেজভী, সাবেক সভাপতি মো. বখতিয়ার, সেচ্ছাসেবক দলের সভাপতি মো. হোসাইন, উত্তর জেলা নাগরিক পরিষদের যুগ্ম আহবায়ক জসিম প্রমুখ।