এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম-১ মিরসরাই উপজেলার পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জাতীয় পর্যায়ে ও মিরসরাই উপজেলার রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছি। সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকার চেষ্টা করেছি। তাই আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবো। আমি আশাবাদী সার্বিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবেন। আমি মনোনয়ন না পেলেও যেহেতু আমি টেক্সটাইল নিয়ে কাজ করি সেই খাতকে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাবো।
তিনি আরো বলেন, মিরসরাইকে সন্ত্রাসের জনপদ বানানো যাবে না। আপনারা যারা সচেতনমহল রয়েছেন তারাও যদি ভূমিকা রাখেন তাহলে মিরসরাইকে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। মিরসরাই উপজেলা নানাভাবে সমৃদ্ধ। এই উপজেলাকে আরো সমৃদ্ধ জনপদ হিসেবে গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিরসরাইকে উন্নয়নের রোল মডেল হিসেবে জাতীর কাছে উপস্থাপন করতে যোগ্য নেতৃত্বের দরকার।