চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিংঙ্গুলী ইউনিয়নে তাল গাছের চারা রোপণের মাধ্যমে ২০২৪ -২০২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহয়তা খাতের প্রণোদনক কর্মসূচির যাত্রা শুরু হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে হিঙ্গুলীর আজমনগর কাজী বাড়ি মসজিদ সড়কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় কর্মসূচির আওতায় দেশীয় জাতের তালের চারা ব্যবহার করে তাল গাছের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের চারা সহায়তা প্রদান করা হয়।
চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, স্থানীয় কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
জানা গেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও টেকসই পরিবেশ উপহার দেওয়া, পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফলদ বৃক্ষের চাষ বৃদ্ধি ও কৃষকদের প্রাকৃতিক সম্পদ ব্যবহারে উদ্বুদ্ধ করা।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, তাল গাছ একটি পরিবেশ বান্ধব গাছ। এটি বজ্রপাত কমাতে সহায়তা করে। সরকারি প্রনোদনা হিসেবে পুরো উপজেলায় ১০০ টি তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।