রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে আরফাত রহমান খোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ) রাতে গজালিয়া উত্তর পাড়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে স্থানীয় শহীদ জিয়া মডেল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজালিয়া ওয়ান ব্যাংক আউটলেটের উদ্যোক্তা মো. সোলাইমান হোসেন।
প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও দানবীর প্রবাসী আবু নাছের টিপু। উদ্বোধক ছিলেন হোছনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেবিসি ইন্টারন্যাশনাল ট্রাভেলের প্রতিষ্ঠাতা মো.শরীফ চৌধুরী, লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইয়াকুব, হোছনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ করিম রেজভী, জাহাঙ্গীর মেম্বার, লালানগর প্রবাসী বিএনপির সদস্য মো.বশর, গজালিয়া প্রবাসী পরিবারের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, উপদেষ্টা মো. রাজা মিয়া, সিনিয়র সহ সভাপতি মো. আলাউদ্দীন, সদস্য আব্দুস সালাম, বিএনপি নেতা মো. আলমগীর, শিক্ষক জুয়েল মোস্তাকিন চৌধুরী, দুবাই প্রবাসী এম বেলাল উদ্দীন প্রমুখ।
উদ্বোধনী দিনে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৪ জুলাই) রাতে টুর্নামেন্ট সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।