হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে মো.মনির (২২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (০৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়াডস্থ উত্তর মেখলের মোজাফফরপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির রংপুর জেলার পীরগাছা থানার কুইকুরি ইউপির নজর মাহমুদ মাঠেরপাড় এলাকার মোফাজ্জল হোসেনের পুত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উল্লেখিত এলাকার মাওলানা নজির আহমদ শাহ (রঃ) এর বাড়িতে প্রবাসী নাছিরের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নির্মাণ শ্রমিক মনির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাবরিনা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ থানায় নিয়ে আসে।
নিহতের সহকর্মী আলাউদ্দিন শনিবার রাত ৯টার দিকে জানান, আমরা একই বিল্ডিংয়ে কাজ করছিলাম, হঠাৎ হৈচৈ চেচামেচি শুনে অন্য পাশ থেকে বের হয়ে দেখি মনির মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।এখন আমি থানায় আমি। নিহত মনিরের পরিবারে খবর পাঠিয়েছি তারা হাটহাজারী মডেল থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্য মামুন শনিবার রাত ৯ টার দিকে এ প্রতিবেদকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার রাত ৯ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

















