রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের গজালিয়া এলাকায় ওয়ান ব্যাংক রাণীরহাট শাখার নিয়ন্ত্রণাধীন আরো একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই ) বিকেলে ফিতা কেটে ওয়ান ব্যাংকের এই শাখার উদ্বোধন করা হয়। এ এজেন্ট শাখার উদ্যোক্তা আমিনুক হক্ব ও মো. সোলাইমান হোসেন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এজেন্ট শাখার স্বত্বাধীকারী ও উদ্যোক্তা আমিনুল হক্ব। প্রধান অতিথি ছিলেন ওয়ান ব্যাংক রাণীরহাট শাখার ব্যবস্থাপক এম. এ. হান্নান। প্রধান বক্তা ছিলেন ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন এজেন্টের স্বত্বাধীকারী ও উদ্যোক্তা মোহাম্মদ সোলাইমান হোসাইন।
ওয়ান ব্যাংক কর্মকর্তা মো. তারেক মইনুদ্দিন আরফাত’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল হাসান, লালানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. আলমগীর, লালানগর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মালেক শাহ, আব্দুল আজিজ, শফিউল আহমদ, নুরুল আলম, গোলাম কাদের, রুহুল আহমদ, ওবাইদুল হক, ও শাহ আলম, প্রবাসী রাজামিয়া, আলাউদ্দিন, মহিন উদ্দিন, জাহাঙ্গির, আলমগির, রাশেদ, ইয়াছিন, ওয়ান ব্যাংক কর্মকর্তা রিজেব চাকমা, মংলা ফ্রু মারমা ও সুজয় চৌধুরী প্রমুখ।
শুরুতে তিলাওয়াত ও শেষে মোনাজাত করেন আব্দুল করিম।