টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কয়েকদিনের একটানা ভারী বর্ষণে উপজেলার শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামীণ এলাকাগুলো পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে বাসাবাড়ির নিচতলা ও গুরুত্বপূর্ণ সড়কগুলো, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (৯ জুলাই) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, পন্ডিতের হাট থেকে পশ্চিম সড়ক, বীরশ্রেষ্ঠ কালী বাড়ি ধাম এলাকা, মগধরা, কালাপানিয়া, হারামিয়া, সারিকাইত ও পৌরসভার রহমতপুর কলোনিসহ একাধিক এলাকায় পানির উচ্চতা কয়েক ফুট পর্যন্ত পৌঁছেছে। এসব এলাকার সড়ক ও নিচু বসতবাড়িতে পানি ঢুকে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। ভারি বর্ষণে অনেকের পুকুরের মাছ ও প্রজেক্টের মাছ ভেসে গেছে, এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছে শত শত মাছ চাষি।
স্থানীয়রা বলছেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, তবে এবারের পরিস্থিতি অতীতের চেয়ে অনেক বেশি ভয়াবহ। একটানা প্রচণ্ড বৃষ্টিতে পানি জমে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, অফিসমুখী কর্মজীবী মানুষ ও নিম্নআয়ের দিনমজুর শ্রেণি।
গ্রামীণ এলাকার পরিস্থিতি আরও করুণ। অনেক কাঁচা সড়ক পানির চাপে ধসে গেছে, বিভিন্ন বাড়িতে পানি ঢুকে পড়েছে, কোথাও কোথাও গবাদি পশু ও শস্যেরও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে সন্দ্বীপ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রাশেদ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।