হাটহাজারী পৌরসভায় ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপি র্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা ও মসক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৯ জুলাই) বিকালের দিকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডিডিএলডি ও পৌর প্রশাসক মো.নোমান হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মো.নোমান হোসেন বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা সক্রিয়ভাবে কাজ করছি আর পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হবে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হচ্ছে।” এসময় বক্তারা আরো বলেন, “মশা দমনে শুধু পৌরসভার নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে। সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে
হাটহাজারী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এই মসক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শাহেদ আরমান, পৌর নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহরী, পৌর সহকারী প্রকৌশলী সালমা খাতুন, পৌর উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খাঁন, পৌর কর নির্ধারক মো.নিজাম উদ্দিনসহ পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কার্যক্রমের প্রথম দিন পৌরসভার কাচারি সড়কে ফগার মেশিন ও লার্ভানাশক স্প্রে ব্যবহার করা হয়েছে।