চট্টগ্রামের মিরসরাইয়ে জমি জমা সংক্রান্ত বিরোধে জের ধরে ভাগিনার হাতে মামা খুন হয়েছে। কথা কাটাকাটিতে আপন ভাগিনা শাহিন আলমের (২৬) চুরিকাঘাতে মামা হারুন রশিদ (৪৫) খুন হন।
বুধবার (৯ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া গ্রামে উক্ত ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ মধ্যম তালবাড়িয়া গ্রামের সেকান্দরের ছেলে। নিহত হারুন রশিদ প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন, হারুন অর রশিদের বোন তার বাবার বাড়িতে থাকতো। মামা ভাগিনার জমি বিরোধ দীর্ঘ দিনের। আজকের জমি মাপের শেষ সময় কথাকাটির এক পর্যায়ে ভাগিনা শাহিন উত্তেজিত হয়ে মামা হারুনের বুকের বাম পাশে ও হাতে চুরিকাঘাত করে। তিনি মাটিতে ঢলে পড়েন।
গুরুতর আহত অবস্থায় হারুনকে স্থানীয়রা মিরসরাই সদরে অবস্থিত সেবা হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করান।
সেবা হাসপাতালের ডা: মো: রোমান বলেন, হাতের কনু ও বুকের বাম পাশে চুরির আঘাতের কারণে অতিরিক্ত রক্তপাত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্ত্যরত ডা: আর্য্য রাজ দত্ত বলেন, মধ্যম তালবাড়িয়া থেকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় হারুন অর রশিদ নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে তার মুত্যু হয়।
ওমান প্রবাসী হারুন এক ছেলে ও এক মেয়ের পিতা। সম্প্রতি সে ওমান থেকে দেশে এসেছে। দেড় মাস পরে ওমানে চলে যাওযার কথা ছিল।
এব্যাপারে মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আমি ঘটনাটি সম্পর্কে অবগত আছি। লাশের ময়নাতদন্ত শেষে আইনীভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুনীকে দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান থাকবে।