চট্টগ্রাম 8:59 am, Saturday, 12 July 2025

হাটহাজারীতে মহাসমারোহে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন 

সারা দেশের মত হাটহাজারীতেও মহাসমারোহে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার( ১০ জুলাই)  এ উপলক্ষে  বিহার পরিচালনা কমিটি / দায়ক,দায়িকা দিনব্যাপী উপজেলার প্রত্যেক মন্দিরে বিস্তারিত পৃথক পৃথক কর্মসূচি গ্রহন করেছে।

গৃহিত কর্মসূচীর মধ্যে ছিল, ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ তথা সূত্র পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, আনুষ্ঠানিক ভাবে  জাতীয়, ধর্মীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহন, বর্ষাসাঠিক দান (ভিক্ষু সংঘের পরিধেয়), ভিক্ষু সংঘের পিন্ডদান, মধ্যাহ্ন ভোজ, দুপুরে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য নিয়ে স্ব স্ব বিহারাধক্ষের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান , বুদ্ধ কীর্তন, আলোক সজ্যা, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা তথা গিলানো প্রত্যয় পূজা,প্রার্থীব জগতের শান্তি, দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা, প্রয়াত জ্ঞাতি বর্গের নির্বান সুখ ও অশান্ত বিশ্বেশান্তি  কামনায় পূণ্যদান অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

এই পবিত্র দিনটি মহাসমারোহে উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যূষিত ১৪ টি বৌদ্ধ বিহার / মন্দির / প্যাগোডায় আয়োজিত আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন  পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বিহারে শান্তদর্শী মহাথেরো,  মির্জাপুর শান্তিধাম বিহারে ভদন্ত সংঘজ্যোতি মহাথেরো , মির্জাপুর গৌতমাশ্রম বিহারে ভদন্ত শাসনানন্দ মহাথেরো,   বালুখালী জগৎজ্যোতি বিহারে বুদ্ধপ্রিয় মহাথেরো , গুমানমর্দ্দন শান্তি বিহারে এম বুধিমিত্র মহাথেরো, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারে ড, দেবপ্রিয় মহাথেরো, , আরিয়া ওয়াংচা বিদর্শন ভাবনা কেন্দ্রের সভায় আরিয়া ওয়াংচা মহাথেররো,  গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারে ড, বুদ্ধপাল সহাখেরো , রুদ্রপুর ধর্মরত্ন বিহারে ভদন্ত দীপানন্দ মহাথেরো,   মীরেরখীল – চন্দ্রপুর বেনুবন বিহারে ভদন্ত আলোকা বংশ থেরো,  জোবরা সুগত বিহারে উপ- সংঘরাজ শীলরক্ষিত মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বশান্তি প্যাগোডায় ড, জ্ঞানরত্ন মহাথেরো , মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বিহারে সুপাল বংশ মহাথেরো সভাপতিত্ব করেন।

প্রসংগত, আষাঢ়ী পূর্ণিমার এই পবিত্র দিনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক সিদ্ধার্থ গৌতম মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহন করেন, জীব জগতের কল্যানের জন্য কঠোর সাধনা করতে গৃহত্যাগ করেন, বুদ্ধ কর্তৃক সারনাথে ধর্মচক্র সূত্র দেশনা করেন, প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেন, মাতৃদেবীকে ধর্ম দেশনা দান করতে তাবতিংস স্বর্গে গমন করে ছিলেন।  আষাঢ়ী পূর্ণিমার দিন থেকে ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান শুরু হয়েছে। পঞ্চস্মৃতি বিজরিত এই আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য মহান পবিত্র দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই ট্র্যাজেডির নিহতদের শোক ও শ্রদ্ধায় স্মরণ

হাটহাজারীতে মহাসমারোহে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন 

Update Time : 10:28:22 am, Friday, 11 July 2025

সারা দেশের মত হাটহাজারীতেও মহাসমারোহে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার( ১০ জুলাই)  এ উপলক্ষে  বিহার পরিচালনা কমিটি / দায়ক,দায়িকা দিনব্যাপী উপজেলার প্রত্যেক মন্দিরে বিস্তারিত পৃথক পৃথক কর্মসূচি গ্রহন করেছে।

গৃহিত কর্মসূচীর মধ্যে ছিল, ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ তথা সূত্র পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, আনুষ্ঠানিক ভাবে  জাতীয়, ধর্মীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহন, বর্ষাসাঠিক দান (ভিক্ষু সংঘের পরিধেয়), ভিক্ষু সংঘের পিন্ডদান, মধ্যাহ্ন ভোজ, দুপুরে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য নিয়ে স্ব স্ব বিহারাধক্ষের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান , বুদ্ধ কীর্তন, আলোক সজ্যা, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা তথা গিলানো প্রত্যয় পূজা,প্রার্থীব জগতের শান্তি, দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা, প্রয়াত জ্ঞাতি বর্গের নির্বান সুখ ও অশান্ত বিশ্বেশান্তি  কামনায় পূণ্যদান অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

এই পবিত্র দিনটি মহাসমারোহে উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যূষিত ১৪ টি বৌদ্ধ বিহার / মন্দির / প্যাগোডায় আয়োজিত আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন  পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বিহারে শান্তদর্শী মহাথেরো,  মির্জাপুর শান্তিধাম বিহারে ভদন্ত সংঘজ্যোতি মহাথেরো , মির্জাপুর গৌতমাশ্রম বিহারে ভদন্ত শাসনানন্দ মহাথেরো,   বালুখালী জগৎজ্যোতি বিহারে বুদ্ধপ্রিয় মহাথেরো , গুমানমর্দ্দন শান্তি বিহারে এম বুধিমিত্র মহাথেরো, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারে ড, দেবপ্রিয় মহাথেরো, , আরিয়া ওয়াংচা বিদর্শন ভাবনা কেন্দ্রের সভায় আরিয়া ওয়াংচা মহাথেররো,  গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারে ড, বুদ্ধপাল সহাখেরো , রুদ্রপুর ধর্মরত্ন বিহারে ভদন্ত দীপানন্দ মহাথেরো,   মীরেরখীল – চন্দ্রপুর বেনুবন বিহারে ভদন্ত আলোকা বংশ থেরো,  জোবরা সুগত বিহারে উপ- সংঘরাজ শীলরক্ষিত মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বশান্তি প্যাগোডায় ড, জ্ঞানরত্ন মহাথেরো , মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বিহারে সুপাল বংশ মহাথেরো সভাপতিত্ব করেন।

প্রসংগত, আষাঢ়ী পূর্ণিমার এই পবিত্র দিনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক সিদ্ধার্থ গৌতম মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহন করেন, জীব জগতের কল্যানের জন্য কঠোর সাধনা করতে গৃহত্যাগ করেন, বুদ্ধ কর্তৃক সারনাথে ধর্মচক্র সূত্র দেশনা করেন, প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেন, মাতৃদেবীকে ধর্ম দেশনা দান করতে তাবতিংস স্বর্গে গমন করে ছিলেন।  আষাঢ়ী পূর্ণিমার দিন থেকে ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান শুরু হয়েছে। পঞ্চস্মৃতি বিজরিত এই আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য মহান পবিত্র দিন।