হাটহাজারীর ছিপাতলীতে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পিকেএসএফ এর সহযোগিতায় ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই মেলায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী ও সস্মাননা প্রদানের আয়োজন করা হয়। ঈদগাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ‘ঘাসফুল’ ইউনিয়ন সমন্ময়কারী মোহাম্মদ আরিফ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ – ই- জামান। বিশেষ ও সংবর্ধিত অতিথি ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ, ডাঃ গাজী মোহাম্মদ রফিক, ইউ পি সদস্য মো.জিয়া হায়দার, ফজলুল হক মেম্বার, চৌধুরী মোহাম্মদ শাহাবুদ্দিন, সমাজ কর্মী মোহাম্মদ আলী প্রমূখ।
সবশেষে ঘাসফুল কর্মকর্তা মুহাম্মদ রিদোয়ান ও অনিক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দরা পুরুস্কার তুলে দেন।