সন্দ্বীপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমার নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারক চক্র এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি জানার পর ইউএনও এক গণবিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানান।
তিনি বলেন, “আমার নাম বা নম্বর ব্যবহার করে কেউ আর্থিক সুবিধা দাবি করলে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়ে আইনগত ব্যবস্থা নিন।”
৩ জুলাই দায়িত্ব নেওয়ার পর ইউএনও মংচিংনু মারমা জনসেবামূলক কাজে মনোনিবেশ করেন। তিনি বলেন, প্রশাসন উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং জনগণকে এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।